Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত পাঁকে বাঁধা পড়লেন মহুয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


এবার আর কোন অভিনয় নয় সত্যি সাত পাঁকে বাঁধা পড়লেন কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ মহুয়া হালদার। গত শনিবার (১৫ ডিসেম্বর) সহকর্মী অরিত্র দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার এই অভিনেত্রী।

তিনি ছোট পর্দার পাশাপাশি ‘ইয়ে মাদার্স’, ‘এক ফালি রোদ’, ‘দুগ্ধনখর’, ‘নায়িকা সহ বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এই দুই তারকা ‘মা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন। এখানে মহুয়া মায়ের চরিত্রে অভিনয় করেন এবং অরিত্র দত্ত করেছিলেন দেবরের চরিত্রে। তাদের এই নাটক বেশ প্রশংসিতও হয়েছিল।

তাদের বিবাহের দিনে টালিউডের অনেক তারকাই হাজির হয়েছিলেন শুভেচ্ছা জানাতে। মহুয়া তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন যেন, সংসার জীবনে তারা একসঙ্গে সুখে শান্তিতে সারাটাজীবন পথচলতে পারে।  

Bootstrap Image Preview