Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহরুখ-সালমানকে ছাড়িয়ে শীর্ষে দীপিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


আইএমডিবি-এর (ইন্টারনেট মুভি ডাটাবেজ) তালিকা অনুযায়ী বলিউডে ২০১৮ সালে শীর্ষে রয়েছেন সদ্য বিবাহিত বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন। চলতি বছরে বলিউড সুপারস্টার সালমান খান,শাহরুখ খানকে টপকে তিনি এই শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। অনেকের কাছেই তালিকার দ্বিতীয়তে শাহরুখকে দেখাটা অবিশ্বাস্য মনে হলেও, ‘পদ্মাবত’ তারকা দীপিকা সিনেমায় সাফল্য দিয়েই শীর্ষে উঠেছেন।

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করে। দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই ব্যাপক প্রশংসা পায়। সিনেমায় রণবীর সিং অভিনয় করেন আলাউদ্দিন খিলজির ভূমিকায়, যেখানে দীপিকা পাড়ুকোন ছিলেন রানি পদ্মাবতীর ভূমিকায়। দীপিকার স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায় ছিলেন শহিদ কাপুর। মুক্তির আগে ও পরে প্রচুর বিতর্ক এবং নানা সমস্যার ভেতর দিয়ে যেতে হয় এ সিনেমাকে। অবশেষে বক্স অফিসে ব্লকবাস্টার হয়।

আইএমডিবির তালিকায় যথাক্রমে ২০১৮ সালে ভারতীয় সিনেমার শীর্ষ দশ তারকা হলেন : দীপিকা পাড়ুকোন,শাহরুখ খান,আমির খান,ঐশ্বরিয়া রাই বচ্চন,সালমান খান,ক্যাটরিনা কাইফ,কুবরা সৈত,ইরফান খান,রাধিকা আপ্তে ও অক্ষয় কুমার।

Bootstrap Image Preview