Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনয়ে ফিরবেন না রোকেয়া প্রাচী, আক্ষেপ নেই শাকিল খানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক রোকেয়া প্রাচী ও এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। তবে দল এদের কারো হাতেই মনোনয়ন তুলে দেয়নি।

এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘মনোনয়ন পাইনি তাতে কি? আমি দেশের মানুষের জন্য কাজ করি। আগেও করেছি এখনও করবো। নির্বাচনে যেন আওয়ামী লীগ বিজয় হয় সে জন্য কাজ করবো।’

এদিকে মনোনয়ন না পেলেও অভিনয়ে আবার কবে থেকে নিয়মিত হবেন জানতে চাইলে রোকেয়া প্রাচী বলেন, ‘অভিনয়ে আর ফেরা হবে না। ভালো গল্প পেলে হয়তো আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক বানাব। কিন্তু অভিনয়ে আর ফিরব না। সে সময়টুকু আমার এখন নেই। তবে অভিনয়ের জন্য মনটা সব সময় কাঁদে। কারণ অভিনয়ই তো আমাকে রোকেয়া প্রাচী বানিয়েছে।’

অন্যদিকে রাজনীতিতে সক্রিয় থাকা শাকিল খানের মনোনয়ন পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে ভালোবাসি। মনোনয়ন পাইনি তাতে কি হয়েছে? আমি তো মনোনয়নের জন্য দলকে ভালোবাসি না। দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমার নির্বাচনী আসনে দল যাকে মনোনীত করেছে তার জন্য কাজ করব। নৌকাকে জয়যুক্ত করব। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিপুল আসনে বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি।’

Bootstrap Image Preview