Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন জন কবির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১৮ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১৮ PM

bdmorning Image Preview


একসময়ের বিখ্যাত বাংলাদেশি ব্যান্ড 'ব্ল্যাক' এর প্রাক্তন ও 'ইনদালো' ব্যান্ডের বর্তমান ভোকাল এবং অভিনেতা জন কবির তার ফেসবুক আইডিতে অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার সাথে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাদের দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখাচ্ছে। জন তার আইডিতে ছবিটি প্রকাশ করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা। এবার সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুলেছেন জন কবির।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমাদের নিয়ে মানুষ এতকিছু ভাববে তা বুঝিনি। আমি ছবিটি শেয়ার করার পর মানুষের মন্তব্য দেখে আমি আশ্চর্য হয়েছি। সবাই জানে মিথিলা আমার ভালো বন্ধু।’

জন আরো বলেন, ‘মিথিলা বাংলা ভিশনের “আমার আমি” অনুষ্ঠানের উপস্থাপক। ওই অনুষ্ঠানে অতিথি হয়েছি আমি ও ব্যান্ড তারকা তুহিন। গত শুক্রবার এর রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং শেষে আমি-মিথিলা এই ছবিটি তুলেছি। আর মজা করেই ছবিটি ফেসবুকে শেয়ার করি।’

উল্লেখ্য, এক সময়ের তারকা দম্পতি ছিলেন তাহসান-মিথিলা। গত বছরের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দিয়ে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। গানের মাধ্যমেই তাহসানের সঙ্গে পরিচয় হয় মিথিলার। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। ওই একই অনুষ্ঠানে জনের সঙ্গেও পরিচয় হয় মিথিলার।

Bootstrap Image Preview