Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আছে মনোনয়ন, সেই সাথে অনিশ্চয়তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০১:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা মনোনয়ন পেয়েছেন।

জাতীয় পার্টির পক্ষ থেকে মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেসব আসন দাবি করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এ আসনটি। সব কিছু ঠিক থাকলে এই আসন থেকেই মহাজোটের প্রার্থী হবেন সোহেল রানা।

অন্যদিকে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তালুকদার। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে শাহে আলম তালুকদারকে নতুন করে প্রার্থী ঘোষণা করা হয়।

বরিশাল-২ আসন থেকে সোহেল রানা, নাকি মো. শাহে আলম তালুকদার শেষ পর্যন্ত কে প্রার্থী হবেন জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। তবে এই আসনে প্রার্থী হচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সোহেল রানা।

অন্যদিকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলছেন, এই আসনে সোহেল রানা প্রার্থী হচ্ছেন, এই খবর শুনে ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহি হয়েছেন।

Bootstrap Image Preview