Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর নাম পাল্টালেন মমতাজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১০:০২ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview


বাংলাদেশ লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ তার জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা ও স্বামীর নামের পরিবর্তন করেছেন। গত মঙ্গলবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে তিনি সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহ করেছেন।

তিনি নির্বাচন কমিশনে তার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছিলেন। সংশোধনের ফরমে স্বামী রমজান আলীর স্থলে এ এস এম মঈন হাসান নাম চেয়েছিলেন এবং শিক্ষাগত যোগ্যতায় পঞ্চম শ্রেণির স্থলে দশম শ্রেণি চেয়েছিলেন। তার এই আবেদন ফরমের সঙ্গে পাসপোর্ট,বিয়ের সনদ ও স্কুলের ১০ শ্রেণির প্রশংসাপত্র জমা দিয়েছিলেন।

মমতাজ এ প্রসঙ্গে বলেন,‘জাতীয় পরিচয়পত্রটি সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। আর গত মঙ্গলবার সেই সংশোধিত জাতীয় পরিচয়পত্রটি হাতে পেয়েছি।’

জানা গেছে,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জাতীয় পরিচয়পত্রের সংশোধন ও স্থানান্তর বন্ধ রয়েছে। কিন্তু আইন অনুযায়ী নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে সেটির সংশোধন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

 

Bootstrap Image Preview