Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাকিবের নতুন ছবির নায়িকা মৌমিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশের গুনী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত তার ৫০তম ছবি নির্মাণ করতে যাচ্ছেন । তার এই ছবিতে নায়ক হিসেবে ঢাকাই ছবির নবাব শাকিব খানকে চুক্তিবদ্ধ করা হলেও কিন্তু ছবির নায়িকা কে হবে তা নিয়ে ঢালিপাড়ায় চলছিল অনেক গুঞ্জন।

আর তাই সকল অপেক্ষার রেশ কাটিয়ে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় জানা যায়, এই ছবিতে নবাবের বিপরীতে চিত্রনায়িকা মৌমিতা মৌকে চুক্তিবদ্ধ করা হয় বলে জানান এই অভিনেত্রী। তবে এ ছবিতে দুই নায়িকা থাকবেতবেআরেকজন নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত করা হয় নি।

মৌমিতা বলেন, ‘ছবির গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আমার চরিত্রটি প্যারালাল। গুণী নির্মাতা ও শাকিব ভাইয়ের সাথে এটাই হবে আমার প্রথম কাজ। আর তাদের সঙ্গে কাজ করার সুযোগটা পেয়ে সত্যি আমি খুব খুশি।  আগামী বছরের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান তিনি।'

এই অভিনেত্রীর সর্বশেষ ছবি মালেক আফসারি পরিচালিত 'অন্তর জ্বালা' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। এছাড়া শেষের দিকে রয়েছে 'তোলপাড়', 'রাগী' ও 'অন্ধকার জগত' ছবির শুটিং।

 

 

Bootstrap Image Preview