Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত পাঁকে বাঁধা পড়ছেন সুস্মিতা সেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:৪৭ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তার বিয়ের খবর। ২৭ বছর বয়সী মডেল রহমান শাল এর সঙ্গে চলছে তার মন দেয়া-নেওয়া।

জানা গেছে, শাল প্রথম সুস্মিতাকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সানন্দে রাজি হন তিনি। এরপর সুস্মিতা অবশ্য নিজে থেকেই এই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

সম্প্রতি সুস্মিতার এক ঘনিষ্ঠ বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘গত ২মাস যাবৎ তারা ডেট করছেন। একটা ফ্যাশন শো’র মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর থেকে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম হয়। বর্তমানে তারা বিয়ের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে বিয়ে নিয়ে তাদের মধ্যে অনেকবার আলোচনাও হয়েছে। মনে হচ্ছে নতুন বছরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা।’

সাবেক এই জনপ্রিয় অভিনেত্রীর প্রেমিক মুম্বাইয়ে এ সময়ের একজন উঠতি মডেল। সম্প্রতি তাকে বেশকিছু বিজ্ঞাপনে দেখা গেছে। বলিউডে পা রাখার জন্য তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন । সবকিছু ঠিক থাকলে হয়তো নতুন বছরের শেষের দিকেই সাত পাকে বাঁধা পড়বেন তারা।

Bootstrap Image Preview