Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যান্সার আক্রান্ত শিশুর স্বপ্ন পূরণ করলেন ভাইজান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview


বলিউডের ভাইজান সালমান খানের দানশীলতার কথা সবার জানা। তার কাছে কেউ কিছু চেয়ে খালি হাতে ফেরেন না। এবার সালমান খান তার উদার মানসিকতার এক অনন্য নজির গড়লেন। ক্যান্সার আক্রান্ত এক শিশুর অনেক ইচ্ছা ছিলো নিজের চোখের সামনে দেখবেন তার স্বপ্নের নায়ক সালমান খানকে। খবরটি জানতে পেরে ভাইজান ছুটে যান সেই শিশুটির কাছে আর পূরণ করেন সেই শিশুটির লালিত স্বপ্ন।

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত সেই শিশুটি টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছোট্ট শিশুর মুখে হাসি ফোটানোর জন্য নানা রকম চেষ্টা করেন তিনি। অবশেষে শিশুটির মুখে হাসি ফোটাতে সফল হন ভাইজান।

সম্প্রতি সালমান খানের ফ্যান পেজে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন তারই কোনো এক ভক্ত। সেই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সালমানের এই কাজের জন্য তার প্রশংসা করছেন।

তবে এই প্রথম নয়, এর আগে অভিনেতা কুমার আজাদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছিলেন সালমান। যদিও কুমার আজাদকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তি হবার কয়েক ঘন্টা পর তিনি মৃত্যুবরণ করেন। তবে সালমানের এগিয়ে আসার জন্য কুমার আজাদের পরিবার তখন কৃতজ্ঞতা জানিয়েছিল তাকে।

Bootstrap Image Preview