Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পথশিশুদের নিয়েই কাটে পরীর জন্মদিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৫:২০ PM

bdmorning Image Preview


ডানা থাকলেই সব পরীর সৌন্দর্য নজর কাড়ে না। আবার কিছু কিছু ডানা কাটা রমণী পরীর চেয়েও সুন্দর। তাদের সৌন্দর্য কিসের সাথে তুলনা করলে সঠিক হবে সেটি দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাই সৌন্দর্য বিচারে না যাওয়ায় উত্তম। তেমনই একজন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি।

আজ (২৪ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনটি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটান নায়িকা। অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেয়া পরীর জন্য নতুন নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এসব ছোট ছোট কচি মুখগুলোর মাঝেই সুখ খুঁজে পান পরীমনি।

সারাদিন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটানোর পর সন্ধ্যায় আপনজন ও বন্ধুদের নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো পার্টির আয়োজন করেছেন পরীমনি। পার্টিতে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেসকোড হিসেবে মেয়েদের জন্য সোনালী ও ছেলেদের জন্য কালো রং বেছে নিয়েছেন তিনি। নিজের নাম পরী, তাই জন্মদিনে পরীদের মতো করেই সাজতে চান নায়িকা। আর তাই নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন পরী।

Bootstrap Image Preview