Bootstrap Image Preview
ঢাকা, ০১ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাহানের সঙ্গে মাঠে বিবাদ ইউসুফের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


রঞ্জি ট্রফিতে মুম্বই বনাম বরোদা ম্যাচে চতুর্থ দিন আলোচনার কেন্দ্রে অজিঙ্ক রাহানে ও ইউসুফ পাঠান। 

ইউসুফকে আম্পায়ার আউট দেওয়ার পরেও মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তিনি। কোনও ভাবেই আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রাহানে তাঁকে ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নে যাওয়ার অনুরোধ করেন।

 তখনই ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের সঙ্গে বিবাদে জড়ান ইউসুফ। আম্পায়ার যদিও তাঁর সিদ্ধান্ত থেকে নড়েননি। ইউসুফ ফিরে যাওয়ার পরে মুম্বই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেনি বরোদা। ৩০৯ রানে প্রথম ম্যাচ হারে তারা। 

অন্য দিকে কর্নাটক বনাম তামিলনাড়ু ম্যাচ শেষ হয় তিন বল বাকি থাকতে। রঞ্জিতে এত হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ কবে হয়েছে জানা নেই। শেষ ওভারে হাতে ছিল এক উইকেটে। দীনেশ কার্তিকের দলের প্রয়োজন ছিল ২৭ রান। 

ক্রিজে ছিলেন মুরুগন অশ্বিন  ও কে ভিগনেশ। কৃষ্ণাপ্পা গৌতম শেষ ওভার বল করতে এসে তুলে নেন ভিগনেশকে। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে আট উইকেট। ১৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা এই অফস্পিনার। ২৬ রানে জেতে কর্নাটক।

Bootstrap Image Preview