অন্যরকম এক সেঞ্চুরি দেখা পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক 'বুমবুম' খ্যাত শাহীদ আফ্রিদি। আজ (বৃহস্পতিবার) রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে নামার প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার। রবি বোপারার বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে বন্দী হোন তিনি। সেই সাথে স্বীকৃত ক্রিকেটে শততম ‘ডাক’ মেরেছেন আফ্রিদি।
যদিও ওয়ানডে ক্রিকেটে এক সময় দ্রুততম সেঞ্চুরির মালিকও এই অলরাউন্ডার। অবশ্য তার ৩৭ বলের সেঞ্চুরি করার রেকর্ডটি অনেক আগে ভেঙে দেন এবি ভিলিয়ার্স।
৩৯৮টি ওয়ানডেতে ৩০ বার শূন্য রানে আউট হয়েছেন আফ্রিদি। ২৭ টেস্টের মধ্যে ৬টি এবং ৯৯টি টি-টোয়েন্টিতে ৮টি মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৪৪ বার ডাক মেরেছেন আফ্রিদি। ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে কেবল তার উপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া।
আফ্রিদির বাকি ৫৬ ‘ডাক’ এসেছে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ক্রিকেট এবং ঘরোয়া টি-২০ থেকে। এছাড়া স্বীকৃত ক্রিকেটের বাইরেও শূন্য রানে আউট হওয়ার সুনাম আছে তার।