Bootstrap Image Preview
ঢাকা, ০১ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য খারাপ লাগেঃ গাভাস্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview


খারাপ লাগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। ক্রিকেটের প্রতি তাদের আবেগ প্রবল। কিন্তু দলের কাছ থেকে কতটা প্রতিদান পাচ্ছে তারা? এমন মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

এই দিন পিচ রিপোর্ট করতে নেমেছিলেন সুনীল গাভাস্কার। তবে তাদের কথোপকথনে পিচ নিয়ে কথা প্রায় থাকলই না। গাভাস্কার তো রাখঢাক না রেখেই বললেন, “পিচ নিয়ে বলার কিছু আসলে নেই। পিচ কেমন করবে, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ দল ‘অর্ডিনারি’, তাদের নিবেদন ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই থাকুক, ম্যাচ আজকে শেষ হয়ে যাবে দ্রুতই।”

হলোও তাই, ৪ উইকেট নিয়ে গতকালের ১৫২ রানের সঙ্গে এদিন ৪৩ রান যোগ হতেই শেষ বাংলাদেশের ইনিংস। আর এতেই ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট এক ইনিংস আর ৪৬ রানে জিতে গেল ভারত।

Bootstrap Image Preview