Bootstrap Image Preview
ঢাকা, ০১ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি একবার বলাতেই শেখ হাসিনা চলে এসেছেন, ওনাকে ধন্যবাদ: সৌরভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ১০:৫৫ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview


ইডেনে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচের উদ্যোক্তা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই।  বিসিসিআই সভাপতি হওয়ার পর প্রাথমিক উদ্যোগ নেন মহারাজ। 

আর ভারতের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্টকে সফলভাবে বিপণনও করেছেন বিসিসিআই সভাপতি। টেস্ট ম্যাচেও প্রথম দু'দিনে ইডেনে তিল ধারনের জায়গা নেই। 

আর গোলাপি বলে ক্রিকেটকে রাজকীয় পর্যায়ে নিয়ে যেতে সৌরভ নিজে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

সৌরভের ফোন পেয়ে  মাননীয় প্রধানমন্ত্রী  পরে জানিয়েছিলেন, সৌরভ বাঙালি ছেলে। সে কারণে আর তাঁর কথা ফেলতে পারেননি। শুক্রবার ইডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের বোধন করেন। হাসিনা আসায় আপ্লুত প্রিন্স অব ক্যালকাটা। 

বলেন,''ওনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমি একবার বলাতেই উনি চলে এসেছেন।'' 

অতীতচারণা করে সৌরভ আরও বলেন, ''ওনার (পড়ুন হাসিনা) সঙ্গে আমার অনেক দিনের ভালো সম্পর্ক। ২০০০ সালে প্রথম যখন বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে যাই, তখন উনি প্রধানমন্ত্রী হন।'' আগামী বছর বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমন্ত্রিত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে তিনি থাকবেন বলে কথা দিয়ে রেখেছেন সৌরভ।        

Bootstrap Image Preview