Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে শিশু পাচারের সময় রোহিঙ্গা নারী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে ছেলে ধরা সন্দেহে ফুল (৬৫) নামে এক রোহিঙ্গা নারীসহ দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ। 

শুক্রবার (১০ মে) সকাল ৯টার সময় বেনাপোল মাছ বাজারের পিছন থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বেনাপোল মাছ বাজারের পিছনে নাছিরের বাড়ির ভাড়াটিয়া প্রদ্বীপ দাসের ছেলে কুমার (৫) ও আলেক হোসেনের ছেলে মুনছুর (৪) নামে দুই শিশুকে রোহিঙ্গা মহিলা মিষ্টি দিয়ে তাদের ভুলিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আটক করে।

এসময় রোহিঙ্গা ওই নারীর নিকট তার নাম বাড়ি কোথায় জানতে চাইলে সে কোন কথা বলে না। ফলে রাগে ক্রোধে স্থানীয় এক যুবক তাকে থাপ্পড় মারার পর সে তার বাড়ি মায়ানমারে ছিল এবং তার নাম ফুল বলে শিকার করে।

পরে স্থানীয় জনগণ রোহিঙ্গা ওই নারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।

বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ ঘটনাটি নিশ্চিত করেছেন। 
 

Bootstrap Image Preview