দিনাজপুরের সুইহারীতে কালু সিংয়ের স্ত্রী বাসন্তী সিং গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুরের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার কবীরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সামর্থের অভাবে পেরে উঠছেন না অসহায় সন্তানেরা। তাই বাসন্তী সিংয়ে ছোট ছেলে রমেশ সিং মাকে সুচিকিৎসা দিয়ে বাঁচানোর জন্য আকুতি জানিয়েছেন। মায়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন তিনি।
রমেশ সিং জানান, তার মায়ের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসন্তী সিংকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়।
এর পর ৬ জানুয়ারি চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ঢাকায় রেফার্ড করেন এবং বাইপাস সার্জারি করতে বলেন। বাইপাস সার্জারি করতে ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। যা দরিদ্র পরিবারের সাধ্যের বাইরে।
রমেশ সিংরা দুই ভাই ও দুই বোন। দুই ভাইয়ের মধ্যে রমেশ সিং দিনাজপুর শহরের একটি ওষুধের দোকানের কর্মচারী। বড় ভাই সুবল সিং ট্রাকচালক। অসুস্থ মাকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
আবেদন পাঠানোর ঠিকানা: ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একাউন্ট নম্বর- ০১৭১১২২০০০০৩২৯৮, ডাচ-বাংলা ব্যাংকের একাউন্ট নং- ৭০১৭০১৬৯৯১০৬৮, অথবা সরাসরি ০১৭৪৩৭৩৯৭৩০ যোগাযোগ করা যাবে।