Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


সরকারি নীতিমালা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরায় শ্যামনগর মর্ডান স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান।

উক্ত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম হয় শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও প্রাথমিক পর্যায়ে ১৩নং হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক ড.প্রতাপ কুমার রায় প্রমুখ।

Bootstrap Image Preview