Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩ PM

bdmorning Image Preview


নরসিংদীতে 'নিরাপদ অভিবাসন, দিনবদলের লক্ষ্য অর্জন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এ দিবস পালন করা হয়।

২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতি বছরের এই দিনে অন্যান্য জেলাগুলোর মতো নরসিংদীতেও নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে আলোচনা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসক নরসিংদী। এই জেলার সব ইউনিয়, উপজেলাসহ বিভিন্ন সরকারি দফতরগুলোতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা সার্কিট হাউজ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষসহ একত্র হয়ে একটি র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিটির শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও এডিসি শাহালম ও দফতরের সকল কর্মকর্তাগণ। 


 

Bootstrap Image Preview