Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলের ক্যান্সার জয়ের পর ফিরছেন ইমরান হাশমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


একমাত্র ছেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে অভিনয় থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিলো ‘বাদশাহো’। ‘গ্যাংস্টার’খ্যাত এই অভিনেতার আট বছরের ছেলে মরণব্যাধিটি থেকে মুক্তি পেয়েছে। তাই আবারও অভিনয়ে সরব হয়েছেন তিনি।

ইমরান বর্তমানে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য বার্ড অফ ব্লাড’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যেটি প্রযোজনা করছেন শাহরুখ খান। এই সিরিজের গল্পটি নেয়া হয়েছে একই নামের একটি উপন্যাস থেকে। যেখানে ইমরানকে দেখা যাবে গুপ্তচর চরিত্রে। ২০১৯ সালের শুরুতে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে ৩৯ বছর বয়সী এই অভিনেতার নিজস্ব প্রোডাকশন হাইসের প্রথম সিনেমা ‘চিট ইন্ডিয়া’য় তুলে ধরা হয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি। এটিও মুক্তির প্রহর গুনছে। ব্যাটে-বলে মিলে গেলে ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে।

পরিচালক সূর্য কান্তর ‘ফাদার্স ডে’ ও ‘জান্নাত’ খ্যাত পরিচালক কোনাল দেশমুখের নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ আছেন ইমরান।

এদিকে ইমরান ‘টাইগার্স’ সিনেমার প্রিমিয়ার সংক্রান্ত কাজেও এখন ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী পরিচালক ডেনিশ টানোভিক। এটি ২১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে ইমরানকে একজন পাকিস্তানি সেলসম্যানের চরিত্র দেখা যাবে।

Bootstrap Image Preview