Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কে যাবেন কোথায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০২:৩৫ PM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০২:৩৫ PM

bdmorning Image Preview


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে দেশে ফিরছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দল। এদিনই রাতে নিজ নিজ বাড়িতে ফেরার কথা রয়েছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটারদের।

এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাস এবং বিমানের টিকেটের ব্যবস্থা করেছে। যুব দলের ক্রিকেটারদের মধ্যে ৯ জন ক্রিকেটার ফিরবেন বিমানে। আর বাকি ৪ জন ক্রিকেটার বাসে করে বাড়ি ফিরবেন।

এদের মধ্যে, পেসার শরিফুল ইসলাম, অধিনায়ক আকবর আলী এবং আরেক পেসার শাহীন আলম বিমানে যাবেন সৈয়দপুর। হাসান মুরাদের গন্তব্য কক্সবাজার। এ ছাড়া চট্টগ্রামে যাবেন পারভেস হোসেন ইমন এবং শাহাদাত হোসেন।

তানজিম হাসান সাকিব যাবেন সিলেটে। মেহরাব হোসেন রাজশাহী এবং অভিষেক দাস যশোর যাচ্ছেন বিমানে। বাসে করে বগুড়া যাচ্ছেন তানজিদ হাসান তামিম এবং তৌহিদ হৃদয়।

চাঁদপুরগামী বাস ধরবেন শামীম হোসেন এবং মাহমুদুল হাসান জয়। বাসে করে কুমিল্লা যাচ্ছেন বাংলাদেশ যুব দলের ব্যাটিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স এবং বোলিং কোচ মাহবুব আলী জাকী।

Bootstrap Image Preview