Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাপনসহ বিসিবির ১০ কর্তার বিরুদ্ধে আইনি নোটিশ প্রেরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ PM আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন, সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম, সদস্য সচিব কো-অর্ডিনেটর আলী হোসেনসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে ‘আইনি নোটিশ’ পাঠানো হয়েছে। বাইলজ অনুসরণ না করে ইচ্ছা মতো নিয়মনীতি আরোপের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ ‘আইনি নোটিশ’ পাঠানো হয় বলে জানা গেছে।

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল সোনার বাংলা ক্রীড়াচক্রের কো-অর্ডিনেটর আলী আহমেদ সাধু সোমবার (৩০ ডিসেম্বর) এ নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, নিয়ম না মেনে এবং লিগ টেবিলের চূড়ান্ত অবস্থান নির্ধারণে নিয়ম পাল্টে রানার্সআপ বাছাইয়ের অভিযোগ এনে বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল সোনার বাংলা ক্রীড়াচক্রের কো-অর্ডিনেটর আলী আহমেদ সাধু এ নোটিশ পাঠিয়েছেন।

সোনার বাংলা ক্রীড়াচক্র সূত্রে জানা গেছে, রবিবার রেজিস্টার এ ডি করে বিসিবি ও সিসিডিএমে ওই আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে।

সোনার বাংলা ক্রীড়াচক্র ক্লাব থেকে জানানো হয়েছে, এবারের তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সিসিডিএম দুবার দুইরকম বাইলজ করেছে। প্রথমে বলা হয়েছে, দুই দলের পয়েন্ট সমান হলে সর্বাধিকসংখ্যক জয়ের বদলে ‘হেড টু হেড’ ধরা হবে। এবং সেভাবেই প্রথম লিগ থেকে চারটি করে আট দলকে নিয়ে সুপার লিগ করা হয়েছে।

কিন্তু লিগ টেবিলের রানার্সআপ নির্ধারণের সময় আবার সেই আইন পাল্টে সর্বাধিকসংখ্যক জয়কে মানদণ্ড ধরার কথা বলা হয়েছে। তাতে করেই সোনার বাংলা ক্রীড়াচক্রের তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে ওঠার পথ হয়েছে রুদ্ধ।

এর আগ পর্যন্ত, ঢাকার ক্লাব ক্রিকেটে দুই দলের পয়েন্ট সমান হলে সবার আগে ধরা হয় ‘হেড টু হেড’। এবার সেই নিয়ম পাল্টে চালানো হয়েছে প্রথমপর্ব তথা গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বে দুই দলের পয়েন্ট সমান হলে যে দল বেশি ম্যাচ জিতেছে, তাকেই ওপরে ধরা হয়েছে। কিন্তু যখনই রানার্সআপ নির্ধারণী পর্ব চলে এসেছে, তখন আবার সেই নিয়ম পাল্টে বলা হচ্ছে, ‘হেড টু হেড’কেই মানদণ্ড ধরে উন্নীত করা হবে।

তৃতীয় বিভাগ লিগের সর্বশেষ লিগ টেবিলে সোনার বাংলা ক্রীড়াচক্র আর গুলশানের পয়েন্ট সমান সমান হয়ে গেছে। এখন জয়ের সংখ্যার বিচারে গুলশান এক ম্যাচ বেশি জিতেছে সোনার বাংলা কেসির চেয়ে। কিন্তু ‘হেড টু হেডে’-এ আবার এগিয়ে সোনার বাংলা।

যেহেতু প্রথম লিগে ‘হেড টু হেড’ ধরা হয়েছে, তাই সোনার বাংলা ক্রীড়াচক্রের ধারণা ছিল, লিগ টেবিলের দ্বিতীয় স্থান নির্ধারণেও ওই নিয়ম অনুসরণ করা হবে। কিন্তু এখন সিসিডিএম থেকে বলা হচ্ছে, সর্বাধিক জয়কে বিবেচনায় আনা হবে। বেশি ম্যাচ জয়ের সুবাদে সোনার বাংলাকে টপকে গুলশানকে দ্বিতীয় বিভাগে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

অবশ্য সোনার বাংলা ক্রীড়াচক্রের দাবি, এ সিদ্ধান্তটা এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিসিবি ও সিসিডিএমের কাছে বারবার বলছি তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিল ঘোষণা করতে এবং আমাদের রানার্সআপ হিসেবে নিয়ম মেনে দ্বিতীয় বিভাগে উন্নীত করতে। কিন্তু সিসিডিএম নীরব। আমরা বাধ্য হয়ে আইনি নোটিশ পাঠিয়েছি।’

 

Bootstrap Image Preview