Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবের শাস্তি কমানোর বিষয়ে বিসিবির কিছু করার নেইঃ পাপন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৭:৩৫ PM আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার অভিযোগে এক বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে তাঁর এই  শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছুই করার নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে সাকিব নিজে উদ্যোগ নিলে বিসিবি তাকে সহযোগিতা করবে।

বিসিবি সাকিবের ব্যাপারে আদৌ কিছু করণীয় আছে কি না সে সম্পর্কে পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয় বরং হিতে বিপরীত হতে পারে।’

যদিও আগেই সংবাদ প্রকাশ হয়েছিল, সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আইনি পরামর্শ নেবে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও, যথাসম্ভব চেষ্টা করবেন তারা।

Bootstrap Image Preview