Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলির রেকর্ডের ম্যাচে লিড পেল অস্ট্রিলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


ব্র্যাডম্যানের দেশে বিরাটের দাদাগিরি! প্রত্যাশিত ছিল৷ দ্বিতীয় টেস্টেই তা করে দেখালেন ক্যাপ্টেন কোহলি৷পারথের অপটাস স্টেডিয়ামে রবিবার সকালে লিটল মাস্টারের রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন বিরাট৷

রবিবার লাঞ্চের আগেই টেস্ট কেরিয়ারে ২৫তম সেঞ্চুরির স্বাদ পান কোহলি৷ মিচেল স্টার্ককে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরিতে পৌঁছন ভারত অধিনায়ক৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে লিটল মাস্টারের সঙ্গে একই আসনে বসেন কোহলি৷ শেষবার ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি সেঞ্চুরি করে সুনীল গাভাস্করকে ছুঁয়েছিলেন বিরাট৷ সামনে ছিলেন কেবল শচীন৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক ছিলেন মাস্টার ব্লাস্টার৷ ছ’টি টেস্ট সেঞ্চুরি ছিল লিটল ডনের ঝুলিতে৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও পারথ দ্বিতীয় টেস্টেই শচীনকে ধরে ফেলেন বিরাট৷

শচীনের মতো প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে পা-দিয়েই টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন বিরাট৷ এ নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছেন কোহলি৷ শেষবার ২০১৪-১৫ মৌসুমে অজি বোলারদের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিলেন বিরাট৷ চার টেস্টের সিরিজে চারটি সেঞ্চুরি-সহ বিরাটের ব্যাট থেকে এসেছিল ছ’শোর বেশি রান৷

এদিকে কেরিয়ারে মোট পাঁচবার অস্ট্রেলিয়া সফর করেছেন শচীন৷লিটল মাস্টারের প্রথম অস্ট্রেলিয়া সফর ছিল ১৯৯১-৯২ মরশুমে৷সেবার দু’টি সেঞ্চুরি এসেছিলে সচিনের ব্যাট থেকে৷

পার্থে কোহলির রেকর্ডের ম্যাচে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৩ রানে। আজ দ্বিতীয় দিনে শুরুতেই রাহানে দ্বিতীয় দিরে করা ৫১ রানেই বিদায় নেন। এছাড়া শেষ দিকে পান্থের ৩৬ রান ছাড়া কেউই ক্রিজে দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংস থেকে অস্ট্রেলিয়া লিড পেয়েছে ৪২ রান। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সর্বাচ্চ ৫ টি উইকেট নিয়েছেন নাথান লায়ন। এছাড়া হ্যাজেলউড ও স্টার্ক ২টি করে উইকেট নিয়েছেন। বাকি ১টি উইকেট নেন কামিন্স।

 

Bootstrap Image Preview