Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাসিরকে বাদ দিয়ে সিলেট সিক্সার্সের অধিনায়ক হলেন ডেভিড ওয়র্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৪ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


গত বিপিএলের মত এবারের বিপিএলেও সিলেট সিক্সার্স দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিলো নাসির হোসেনের।কিন্তু সেটি আর হচ্ছে না নাসিরের।হ্যাঁ, জমজমাট এই আসর সামনে রেখে সিলেট তাদের দলের অধিনায়ক হিসাবে অজি ক্রিকেটার ডেভিড ওয়র্নারের নাম ঘোষনা করেছে।

অধিনায়ক হিসাবে ডেভিড ওয়র্নারের অনেক সুনাম আছে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছিলেন ওয়ার্নার। তাকে সিলেট সিক্সার্সের অধিনায়ক করার পেছনে এটা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্তারা।

সিলেট সিক্সার্সঃলিটন দাস, নাসির, সাব্বির রহমান, তাসকিন আহমেদ,  আল-আমিন ও অলক কাপালিদের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ওয়ার্নার, সোহেল তানভীর, নেপালের বিস্ময় স্পিনার সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচারের মতো তারকারা।  

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি শুরু হবে এই জমজমাট আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ওয়ার্নারের সিলেট সিক্সার্স।

Bootstrap Image Preview