Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেভিয়ার কাছে শেষ্ঠত্ব হারালো বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:২০ AM আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview


লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাল বার্সেলোনা। রোববার রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে সেভিয়া। ফলে বার্সার পাশাপাশি এক ধাপ নিচে নেমেছে আথলেটিকো মাদ্রিদও।

আগের দিন স্প্যানিশ বার্সেলোনা আথলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করে পয়েষ্ট হারায়। সেই পয়েন্ট হারানোর সুযোগাটা ভালোই কাজে লাগিয়েছে দলটি।

রোববার রাতে ঘরের মাঠে ভ্যালাদোলিদকে ১-০ গোলে হারায় সেভিয়া। ম্যাচের ৩০ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আন্দ্রে সিলভা।এতে তিন নম্বর থেকে সরাসরি প্রথম স্থানে উঠে আসে তারা।

এ জয়ে ১৩ ম্যাচ ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সেভিয়া। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আথলেটিকো মাদ্রিদ। আর ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রিয়াল মাদ্রিদ।

Bootstrap Image Preview