Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:৫৩ PM আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview


আগামী বছরের ৫ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)এর ষষ্ঠ আসর। আসন্ন লিগ সামনে রেখে খেলার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

গতবার বিপিএলের উদ্বোধনী  ম্যাচের খেলা হয়েছিলো সিলেটে কিন্তু এবার সেটি হচ্ছে না। এবার  উদ্বোধনী খেলা হবে ঢাকায়। তারপর সিলেট ও চট্টগ্রাম হবে। আর শেষের খেলা গুলো ঢাকাতেই হবে।

প্রতিদিন দুইটা করে খেলা হবে। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে খেলা শুরু হবে। আর অন্য দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু হবে।

বিপিএলে অংশ নিচ্ছে ৭টি ফ্রাঞ্চাইজি।ইতোমধ্যে ৭টি ফ্রাঞ্চাইজি  গত আসর থেকে চারজন করে ক্রিকেটার ধরে রেখেছে সঙ্গে দুজন করে ক্রিকেটারকে ড্রাফটের বাইরে নিজেদের দলে রেখেছেন।

বিপিএলে অংশগ্রহনকারী ৬টি দলে যারা খেলছেনঃ

সিলেট সিক্সার্স
নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।

চিটাগং ভাইকিংস
সিকান্দার রাজা, লুক রনকি, মুশফিকুর রহীম, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সৈয়দ খালেদ, আহমেদ আবু যায়েদ রাহি, মোসাদ্দে হোসেন সৈকত, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, নাজিবুল্লাহ জাদরান, সাদমান ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

রাজশাহী কিংস
মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রাহায় টেন ডেসকাট, সেকুগে প্রশন্ন, মোহাম্মদ সামি।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেইলস, শফিউল ইসলাম,সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা, রিলে রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনি, বেনি হাওয়েল, ওশানে থমাস।

ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও হজরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।

 

Bootstrap Image Preview