
 
 
												    সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে  মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে সৌদিতে ম্যাচটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। টিকিট কালোবাজারিও চলছে। ৩০ রিয়ালের টিকিট বিক্রি হচ্ছে ১০ গুণ দামে ৩০০ রিয়ালে! বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচটি দেখবেন কীভাবে?
বাংলাদেশ থেকে মাত্র একটি টিভি চ্যানেলে এই খেলা দেখা যাবে। চ্যানেলটির নাম হচ্ছে 'বিন স্পোর্টস' (BEIN SPORTS)। দুঃখের বিষয় হলো, দেশের অধিকাংশ অঞ্চলে এই চ্যানেল দেখা যায় না। সুতরাং ভরসা ইন্টারনেট। স্মার্টফোনে দেখতে হলে ডাউনলোড করে নিন 'LIVE NET TV' অ্যাপটি।
