Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় ১২ জন গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:১২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রোববার (১১ সেপ্টেম্বর) কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. আশরাফুল আলম (৬০), মো. মমিন মিয়া (৩৫), মো. জাহিদ হোসেন (৩৭), মো. বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ (১৯), মো. খালেদ হোসেন হিমেল (২২), মোছা. জাকিয়া সুলতানা পলি (২১), মোছা. মুক্তি (২৬), মোছা. শারমিন আক্তার (২০), মোছা. মনি আক্তার (২০) এবং জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কোনাবাড়ীর কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ হন নারী ও সাতজন পুরুষকে গ্রেফতার করা হয়। তাদের সাথে হোটেলের দুই দালালকেও আটক করা হয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview