Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেটে গেছে ১ হাজার দিন অপরাজিত আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৮:৩৪ PM
আপডেট: ২৯ মার্চ ২০২২, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আর্জেন্টিনা দল যেন হারতেই ভুলে গেছে। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ২ জুলাইয়ের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেই ম্যাচের পর কেটে গেছে এক হাজারটি দিন, আর্জেন্টিনাও খেলে ফেলেছে ৩০টি ম্যাচ।

তবে এই এক হাজার দিন এবং ওই ৩০ ম্যাচে কোনো দলই হারাতে পারেনি আর্জেন্টিনাকে। লাতিনের শক্তিশালী দলগুলো এই সময়ে কয়েকটি করেই ম্যাচ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে। এর মধ্যে পরাশক্তি ব্রাজিলও খেলেছে তিন ম্যাচ। কিন্তু কোনো ম্যাচেই আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। বরং ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা।

ইউরোপের পরাশক্তি দলগুলোর মধ্যে কেবল জার্মানির বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জার্মানি ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনার বিপক্ষে। টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনা আগামীকাল ভোরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতলেই নিজেদের ইতিহাসে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে।

Bootstrap Image Preview