Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে অনুমতি নিয়ে হবে, পদ হারালেন সোনারগাঁর সেই চেয়ারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:৫৬ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বেফাঁস মন্তব্য করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আওয়ামী লীগ ও আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে নারায়ণগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যানের নাম মাহবুবুর রহমান বাবুল।

বিষয়টি নিউজবাংলাকে বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।’

তিনি জানান, গত মঙ্গলবার রাতে বারদি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি ওয়াজ মাহফিলে মাহবুবুর রহমান বলেন, ‘আমিই বারদি ইউনিয়নের ম্যাজিস্ট্রেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কখনো (বারদি) আসেন, তাহলে আমার অনুমতি নিয়ে আসতে হবে। এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে। কারও ফোনে প্রশাসন আসবে না। আমি যদি বলি সুইচ অফ, তাহলে সব বন্ধ হয়ে যাবে।’

মাহবুবুরের এসব বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘১৯৭৪ সালের পরে বারদিতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব; আপনাদেরই ধরে রাখতে হবে। আমাকে কিলাইবে, আপনারা হাত-পা ধরে বসে থাকবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আগের দিন ভুলে যান। বর্তমানে বারদির চেয়ারম্যান বাবুল।

‘শান্তির বাজার কারও বাপ-দাদার নয়, কেউ ঝামেলা সৃষ্টি করলে হাত-পা ভেঙে আমাকে ফোন দিবেন। তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পা ভেঙে দিলে তাকে আমি এসে উদ্ধার করব। শান্তির বাজারে কেউ মহড়া দিলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু।’

চেয়ারম্যানের এমন বক্তব্যে উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন, ‘বেফাঁস কথা বলার কারণে আমরা ইতোমধ্যে তাকে স্থানীয়ভাবে দল থেকে সাময়িক অব্যহতি দিয়েছি। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ করা হবে এবং কেন্দ্রীয় কমিটিকেও বিষয়টি জানাচ্ছি।’

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আনিসুর রহমান দিপু বলেন, ’ওই চেয়ারম্যান এতটাই বেফাঁস কথাবার্তা বলেছেন, যা ক্ষমার অযোগ্য। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

‘আমি মনে করি, তার মতো হাইব্রিড, আলতু-ফালতু নেতাকে কেন্দ্রীয়ভাবে বহিস্কৃত করে দলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া প্রয়োজন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও ব্যবস্থা নেয়া প্রয়োজন। কারণ সে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন। এ ধরনের কথা বলার সাহস তিনি পান কীভাবে?’

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম বলেন, ‘আগামী শনিবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় মাহবুবুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, ‘আমার বক্তব্য-বিকৃত করে প্রচার করা হয়েছে। এটি একটি ষড়যন্ত্র। আমি এখন পর্যন্ত অব্যাহতির চিঠি পাইনি। পেলে চিঠির জবাব দেয়া হবে।’

Bootstrap Image Preview