Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পূর্ব শত্রুতার জেরে আদাবরে সংঘর্ষ, যুবক খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ AM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ AM

bdmorning Image Preview
ছবি প্রতীকী


পূর্ব শত্রুতার জের ধরে রাজধানীর আদাবরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের শেকেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত যুবক পেশায় মাছ ব্যাবসায়ী। নিহত আব্দুল আজিজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার দুলাল মিয়ার ছেলে। তিনি শেখেরটেক এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

Bootstrap Image Preview