Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কঠোর বিধি-নিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৫:৫৫ PM
আপডেট: ০২ জুলাই ২০২১, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতকে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের আয়োজন করায় এক কমিউনিটি সেন্টার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল। এ ছাড়া বর ও কনে পক্ষ মুচলেকা দিয়ে ছাড়া পায়। আদালত পরিচালনায় সেনাবাহিনীর লোকজন সহায়তা করেন।

তাপশ শীল জানান, কঠোর বিধি-নিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় জরিমানা আদায় করা হয়েছে।

Bootstrap Image Preview