Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়েতে খাসির মাংস না পেয়ে চলে গেল বর, অন্য পাত্রীকে বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২১, ০৪:০৯ PM
আপডেট: ২৭ জুন ২০২১, ০৪:০৯ PM

bdmorning Image Preview


পাত্রপক্ষের লোকদের খাবারে খাসির মাংস না দেওয়ায় বিয়ের আসর ছেড়ে চলে গেছেন বর। রাগের মাথায় এক দিনের মধ্যেই অন্য পাত্রীকে বিয়ে করেছেন তিনি। 

ভারতের ওড়িশায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ওড়িশার ওই পাত্রের নাম রমা কান্ত। ২৭ বছরের রমাকান্ত বরযাত্রীদের পাতে খাসির মাংস দেখতে না পেয়ে খেপে যান।

এ নিয়ে বিয়েবাড়িতেই ঝামেলা শুরু করে দেন তিনি। এক পর্যায়ে রাগে অনুষ্ঠান শুরুর আগেই বিয়ে ভেঙে দেন। 

জানা গেছে, খাবার খেতে বসে বরযাত্রীদের খাসির মাংস দেওয়ার বায়না ধরেন রমাকান্ত। কিন্তু প্রস্তুত ছিলেন না কনের বাড়ির লোকজন। ফলে বরযাত্রীদের চাওয়া অনুযায়ী তারা খাসির মাংস দিতে পারেননি। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে আসে বরযাত্রী। পরে ওই দিনই অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলেন রমাকান্ত। এরপর কনেসহ নিজের বাড়িতে ফিরে যান।
সূত্র : ইন্ডিয়া টুডে।

Bootstrap Image Preview