Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের অধিনায়ক জামালসহ ৩ গুরুত্বপূর্ণ ফুটবলার নিষিদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২১, ০২:১৫ PM
আপডেট: ০৯ জুন ২০২১, ০২:১৫ PM

bdmorning Image Preview


আগামী ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। কাতারের দোহায় হতে যাওয়া এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।

জাতীয় দলের কোচ জেমি ডে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এমন পরিস্থিতিতে বেশ বিপদেই রয়েছেন জেমি ডে। নিষেধাজ্ঞার ঘটনা ছাড়া মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন। এ প্রসঙ্গে ভীষণ চিন্তিত জেমি ডে বলেন, ‘আমার হাতে গোলকিপার ছাড়া ১৭ জন খেলোয়াড় আছে। অধিনায়ক জামাল ছাড়াও আরো দুজন সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না। ফিফা থেকে চিঠি এসেছে। এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে। এছাড়া কিছু করার নেই।’

এমনিতে বাছাইয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে। তাই ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা ও চোট বড় ধাক্কার সংবাদই। এর ফলে ওমানের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ। নিষিদ্ধরা হলেন- জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ। আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাদের।

Bootstrap Image Preview