Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়ছে সংক্রমণ, এবার দিল্লিতেও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১১:৪৯ AM
আপডেট: ২৮ মে ২০২১, ১১:৪৯ AM

bdmorning Image Preview


রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের পর এবার দিল্লিও মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে। বৃহস্পতিবারই রাজ্যটির উপ-রাজ্যপাল অনিল বৈজল এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।

ভারতে এমনিতেই করোনার বাড়বাড়ন্ত। এরই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে একাধিক আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এমতাবস্থায় রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য আগেই এই রোগকে মহামারি আইনের অন্তর্ভুক্ত করেছিল।

এবার সেই তালিকায় নাম লিখিয়েছে দিল্লিও। এদিন উপ-রাজ্যপাল অনিল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে ‘মহামারি’ বলে ঘোষণা করে। বর্তমানে দিল্লিতে এই রোগে ৬০০-রও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

কী এই মিউকোরমাইকোসিস? জানা গেছে, কালো ছত্রাক নামে পরিচিত এই ছত্রাকটি বাসা বাঁধছে করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুসে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই এই বিপত্তি। এর আগেও বহু মানুষের প্রাণ কেড়েছে এই ছত্রাক।

ফুসফুস প্রতিস্থাপন বা আইসিইউতে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গেছে এই ছত্রাককে। তবে করোনার মধ্যে নতুন করে বিপদ বাড়াচ্ছে মিউকোরমাইকোসিস।

Bootstrap Image Preview