Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২১, ০১:৪৯ PM
আপডেট: ১০ মে ২০২১, ০১:৪৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ায় সোমবার (১০ মে) জরুরি সভা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির একটি সূত্রটি জানিয়েছে, আজ কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২৩৩৩ টাকা।

সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়া জানান, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা বিক্রি হবে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে।

Bootstrap Image Preview