Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুম্বাইয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৫:৪২ PM
আপডেট: ২৬ মার্চ ২০২১, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের মুম্বাইয়ে একটি মলের ভেতরে অবস্থিত হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখান থেকে ১০ মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আগুন লাগার পর সেখান থেকে ৭০ করোনা রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

এতে যাদের প্রাণহানি হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থাকারে। তিনি বলেন, যারা মারা গেছেন, তাদের মুখে ভেন্টিলেটর থাকায় বাঁচানো সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার গভীর রাতে ওই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগে। তৃতীয় তলার হাসপাতালটিতে আগুনের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদের মধ্যে কোনো কোভিড-১৯ রোগী আছে কিনা; তৎক্ষণাৎ তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের অন্যতম করোনার হটস্পট মহারাষ্ট্র। বৃহস্পতিবারও মুম্বাইয়ে সাড়ে পাঁচ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর শহরটিতে এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতজুড়ে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ১৮ অক্টোবরের পর এটাই দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত।

Bootstrap Image Preview