Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিশরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৫:২৯ PM
আপডেট: ১২ মার্চ ২০২১, ০৫:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিশরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কি কারণে ৪ তলা ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা এখনও কিছু জানে না।

রাজধানী কায়রো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ওবৌরে শিল্পাঞ্চলে ওই কারখানাটি অবস্থিত। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনীর ১৫টি গাড়ি আগুন নেভাতে অংশ নেয়। আশপাশের ভবনে যাতে আগুন ছড়িয়ে না পরে সেটা নিয়ন্ত্রণেও কাজ করেছে তারা।

সাম্প্রতিক মাসগুলোতে মিশরে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডের ঘটনা এই ধারাবাহিকতারই অংশ।

গত মাসে রাজধানী কায়রোর টুইন সিটি গিজায় ১৩ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনটি নিবন্ধনহীন একটি জুতার গুদাম হিসেবে ব্যবহার করা হতো।

এর আগে গত বছরও কায়রোর ব্যস্ত একটি মহাসড়কের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি তেল পাইপলাইনে লিক হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনায় ওই রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় ১৭ জন আহত হয়।

Bootstrap Image Preview