Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিটি প্যালেসের কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২১, ০৮:০০ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২১, ০৮:০০ AM

bdmorning Image Preview


রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কমলাপুর হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গেল ৩ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়া হয়েছিলো। স্বামী পরিচয় দেয়া ব্যক্তি অসুস্থতার জন্য কোনো একটি হাসপাতালে ভর্তি হলে ওই তরুণী হোটেলে একাই ছিলেন। মঙ্গলবার সকালে হোটেলবয় রুমে নক করলে ভেতর থেকে সাড়াশব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

চিকিৎসার কাগজপত্র থেকে মেয়েটির নাম-পরিচয় জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview