Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার বাঘের সাথে রশি কষাকষি করলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:০৬ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রোববার রাতে তামিম ইকবালের  ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি নিজেই  তার একটি ভিডিও পোস্ট করেন যেখানে বাঘের সঙ্গে তার রশি কষাকষির দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশন ছিল "নট স্ট্রং এনাফ"। 

ভিডিওটি মুহূর্তেই  ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, কাঠ ও কাচের বেষ্টনিতে রশি মুখে ছিল বাঘ। অন্যপাশে ছিলেন তামিম ও তার আরেক সঙ্গী। শক্তি পরীক্ষায় একবার বাঘ এগিয়ে যায় তো আরেকবার তামিমরা।

বাঘের সঙ্গে রশি যুদ্ধের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেও বেশিক্ষণ সময় লাগেনি। প্রিয় তারকার অনেক ফলোয়ার এই ভিডিওর নিচে তাদের মন্তব্য জানিয়েছেন। 

ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন https://fb.watch/2Fmfer2P-D/ 

Bootstrap Image Preview