Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অসম প্রেমঃ ১৪ বছরের ছাত্রকে নিয়ে পালালেন সুন্দরী শিক্ষিকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৩:৪৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ০৩:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ শিক্ষক-ছাত্রীর প্রেমের খবর পুরনো। কিন্তু নতুন খবর হলো- ১৪ বছরের ছাত্রের সঙ্গে প্রেম করে ঘর ছেড়েছেন ২৬ বছরের শিক্ষিকা। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে গুজরাতের গান্ধী নগরে। ছেলেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রটির বাবা। নিখোঁজ সেই ছাত্রের বাবা গুজরাত সরকারের কর্মী।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার স্ত্রী জানান বিকেল ৪টের সময় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। এলাকায় অনেক ঘোরাঘুরি করেও আমরা তার খোঁজ পাইনি। তখন ওই শিক্ষিকার বাড়িতে যাই আমরা। সেখানেও কেউ ছিলেন না। এরপর কালোল সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।’

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রের সঙ্গে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই শিক্ষিকার। তাদের এই ঘনিষ্ঠতার কথা স্কুল কর্তৃপক্ষও জানতেন। সেজন্য তাঁদেরকে সতর্কও করা হয়েছিল।

Bootstrap Image Preview