Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাতভর পার্টি করে ঘুম, বৌভাতের দিন বরের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ০১:১৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ০১:১৬ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে ধুমধাম আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন নীলাদ্রি চক্রবর্তী। গত শনিবার (১২ ডিসেম্বর) ছিলো তাদের বৌভাত। সেই আয়োজনকে জমকালো করতে বিশাল মাঠজুড়ে সাজানো হয়েছিলো প্যান্ডেল। কিন্তু অনুষ্ঠানের আগেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন বর। ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজিনগর থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, ১০ ডিসেম্বর বিয়ে হয় নীলাদ্রির। শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের ঘরেই বন্ধুদের সঙ্গে পার্টি চলে। শনিবার সকালে তার দেহ উদ্ধার হয় ওই ঘর থেকেই। কিন্তু ঘরটি ধোঁয়ায় ভরা ছিল।

ধারণা করা হচ্ছে, সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন ওই যুবক। সেখান থেকে কোন ভাবে বালিশে আগুন লেগে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর। বন্ধুদের সঙ্গে মদ্যপান করায় তার জ্ঞান ছিল না বলেই ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নীলাদ্র্রির বন্ধুদের। এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নীলাদ্রির বাবা নিশীথ চক্রবর্তী ছেলেকে ডাকতে আসেন। দরজা খুলতে দেখেন নীলাদ্রি অচেতন অবস্থায় পড়ে আছেন। ঘর ধোঁয়ায় ভর্তি। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। পরে মরদেহ কাটাপুকুর মর্গে নেয়া হয়।

রিপোর্টে জানা যায়, নীলাদ্রি গ্যাসট্রিক আলসারে ভুগছিলেন, এছাড়া লিভারেও সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন মনোক্সাইড প্রবেশ করাতেই মৃত্যু হয়েছে তার।

Bootstrap Image Preview