Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির কার্যালয়ে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের এনএস রোডে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত ওই কার্যালয়ে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিএনপি কার্যালয়ে ভাংচুর চালানো হলো। তবে দুটি ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ জানান, দুপুরে কার্যালয়ে বৈঠক করেন তারা। বিকাল ৩টার দিকে নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে বাড়ি যান। কার্যালয় খোলা রেখে সেখানে একজন পিয়ন ছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে জানতে পারি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।তিনি বলেন, একদল সন্ত্রাসী কার্যালয়ে ভাঙচুর করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

Bootstrap Image Preview