Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাজীর প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর সর্বনাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:০২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:০২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ কাবিননামা ১ লাখ থেকে ৩ লাখ করার কথা বলে এক নারীকে নিজের বাসায় ডেকে ধর্ষণ করেন কাজী ইউসুফ আলী। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পোশাক শ্রমিক ওই ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে প্রায় এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। পরে প্রায় আট থেকে নয় মাস আগে ওই নারী এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ে সম্পাদনকারী কাজী কাবিননামা বৃদ্ধি করার প্রলোভন দেখায়।

পরে গেলো ৯ নভেম্বর সন্ধ্যায় ভুক্তভোগীকে কাবিন নামা এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে বাসায় ডেকে নেন। পরে অনৈতিক প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধামরাই পৌরসভার চণ্ডাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Bootstrap Image Preview