Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে আরও ৬ বাংলাদেশির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৮:১২ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৮:১২ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয় বাংলাদেশি। এদিন নিউইয়র্কে পাঁচজন ও মেরিল্যান্ডে একজন মারা গেছেন। 

নিউইয়র্কে করোনয় আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত মোহাম্মদ চৌধুরী (৬৪), বাংলাদেশ বিমানের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী  (৬২), আলী আহমদ (৭০), হাফেজ আহমেদ মোল্লা (৭৫) ও খন্দকার মোসাদ্দিক আলী  সাদেক (৭২)। 

এদিন মেরিল্যান্ডের সিলভার স্প্রিং সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তালেব আহমেদ চৌধুরী (৪২)।

এদিকে গত ৪৮ ঘণ্টায় নিউইয়র্কসহ অন্যান্য রাজ্যে করোনায় প্রাণ হারানো বাংলাদেশিরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ১০ জনই ষাটোর্ধ্ব। 

করোনায় এ পর্যন্ত প্রাণ হারানোর মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল ১৬ বছরের যুবক। আর সবচেয়ে বেশি বয়সী নব্বই ঊর্ধ্ব একজন নারী মারা গেছেন। তবে মৃতদের মধ্যে একটি বড় অংশের বয়স ৩৩ থেকে ৫০ এর নিচে।

Bootstrap Image Preview