Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে গ্রামের সবার বাড়িতে আছে হেলিকপ্টার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:১৫ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:১৫ PM

bdmorning Image Preview


চীনে এমন একটি গ্রাম আছে যা উন্নত দেশের যেকোনও শহর ব্যবস্থাকেও ছাপিয়ে যাবে। কারণ চীনের ওই গ্রামের প্রতিটি মানুষের কাছেই একটি করে হেলিকপ্টার আছে। ওই গ্রামে এক স্থান থেকে অন্যত্র চলাফেরা করার জন্য মানুষ হেলিকপ্টার ব্যবহার করেন। সেখানে মানুষ আকাশ পথকেই যাতায়াতের মাধ্যম করে নিয়েছেন। 

জানলে আরও অবাক হবেন, ওই গ্রামের প্রতিটি মানুষের ব্যাংকে যে পরিমান টাকা গচ্ছিত রাখা আছে, তার গড় পরিমান এক লাখ ইউয়ান। অর্থাৎ টাকার হিসাবে দাঁড়ায় প্রায় এক কোটি আট লক্ষ টাকা। গ্রামটির নাম হুয়াক্সি। চীনের জিয়াংসু প্রভিন্সের পূর্বে রয়েছে গ্রামটি। চীনের সবচেয়ে ধনী গ্রাম হিসাবে খ্যাত হুয়াক্সি। 

জানা গেছে, হুয়াক্সি গ্রামের মানুষ চলাফেরার জন্য হেলিকপ্টার ট্যাক্সি ব্যবহার করেন। এই গ্রামের যারা বাসিন্দা, তাদের কাছে বিনামূল্যে পৌঁছায় স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা এবং আবাসন পরিষেবা। যদিও এই বিনামূল্যে পরিষেবা সেখানকার স্থায়ী বাসিন্দাদের জন্যেই শুধুমাত্র। চীনের কমিউনিস্ট পার্টির নেতা ইউ রেনবাও যখন গ্রামের দায়িত্বে ছিলেন, তিনিই বদলে দিয়েছিলেন গ্রামের চেহারা, একই সঙ্গে মানুষের জীবনযাত্রা।

Bootstrap Image Preview