চীনে থাকা কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে দাবি করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় করোনাভাইরাসের কারণে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
লি জিমিং জানান, এই ভাইরাস প্রতিরোধে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এখনো বাংলাদেশে থাকা কোনো চীনা নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়নি। বাংলাদেশে চীনা নাগরিকদের সাময়িকভাবে অন অ্যারাইভেল ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। এ সময় করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সার্স এবং ইবোলা ভাইরাসে মৃত্যু হার বেশি থাকলেও করোনাভাইরাসে সেই হার অনেক কম। শুধু করোনাভাইরাসেই নয়, স্বাভাবিকভাবেও অনেকে মারা যাচ্ছে। আমরা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।
চীনা রাষ্ট্রদূত বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা নিতে হবে। শঙ্কা নয় সচেতনতা দরকার। মানুষকে বুঝতে হবে কোনটা গুজব কোনটা সত্যি।
তিনি বলেন, চীনের প্রত্যেকটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। উহানে থাকা শিক্ষার্থীদের খোঁজ রাখছে সরকার। করোনাভাইরাসের কারণে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এর প্রমাণ এখনো দুই দেশের ভ্রমণ কিংবা বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা আসেনি।
এছাড়া বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় চীন সরকার নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে আপাতত কোন চীনা নাগরিককে পাঠানো হবে না।