নভেল করোনা ভাইরাস সংক্রমণের কারণে অবরুদ্ধ চীনের উহান শহরে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে যাচ্ছে বিশেষ বিমান।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাদের আনতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে। মধ্যরাতে বিমানটি তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই তিন শতাধিক বাংলাদেশিকে এনে প্রথমে আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে।
এদিকে নভেল করোনা ভাইরাসের কারণে চীন থেকে দেশে ফিরতে আগ্রহী ৩৭০ বাংলাদেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, চীনের অনুমোদন সাপেক্ষে তাদের শনিবার দেশে ফিরিয়ে আনা হতে পারে।
তাদের আনা হলে ঢাকায় হজ ক্যাম্প ও উত্তরার একটি হাসপাতালে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস থেকে উহানে বসবাসরত বাংলাদেশিদের তালিকা তৈরির কাজ শেষ। প্রত্যেকের নাম ও টেলিফোন নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস দূতাবাসের সংগ্রহে রয়েছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দূতাবাস কর্মকর্তারা। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে দূতাবাসের সঙ্গে এবং করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির হালনাগাদ অবস্থা জানা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এখন পর্যন্ত কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।