Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনটেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি ওমর ইশরাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০১:৩৮ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০১:৩৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশের নাগরিক ওমর ইশরাক বিশ্বের বৃহত্তম প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের বোর্ড চেয়ারম্যান হয়েছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইনটেলের বোর্ড চেয়ারম্যান হিসেবে ওমর ইশরাকের নাম ঘোষণা করে।

তিনি অ্যান্ডি ব্রিয়ান্টের স্থলাভিষিক্ত হবেন এবং খুব দ্রুত বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। ২০১২ সাল থেকে অ্যান্ডি বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা যায়, ২০১৭ সাল থেকে তিনি ইনটেলের বোর্ডের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি মেডিকেল ডিভাইস নির্মাণ প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে এপ্রিলে সে পদ থেকে তার অবসর নেওয়ার কথা। 

ওমর ইশরাক ছোট থেকে বাংলাদেশেই বেড়ে উঠেন। তবে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

Bootstrap Image Preview