Bootstrap Image Preview
ঢাকা, ২৭ বুধবার, আগষ্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেগমগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০১:৪৩ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০১:৪৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর চৌমুহনী বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারি দোকানে অনিয়মের অভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা বিনতে রফিক ।

অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ১লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, লাভলী বেকারী ত্রিশ হাজার, ফাহিম ফুড পঁয়তাল্লিশ হাজার,শাহী হোটেল পনের হাজার,  বিসমিল্লা হোটেল পনের হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা বিনতে রফিক জানান, আমরা এই অভিযান দুইভাবে করেছি। একটি গ্যাস-চুক্তি, অন্যটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগীতা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বেগমগঞ্জ থানা পুলিশ।

Bootstrap Image Preview